aaaj-o-agami-ec

Aaaj o Agami

271

বাইশে শ্রাবণ আপামর বাঙালির কাছে আজও শোকের দিন ৷ কিন্তু যার প্রয়াণ ঘিরে এই শোক, তিনি বিশ্বাস করতেন বিদায়ের উদযাপনে, সমাপ্তির সমাবর্তনে । তাই এ বছর বাইশে শ্রাবণ কে আমরা দেখতে চাইছি একটু অন্যভাবে, তাঁরই নানা কাজের ও ভাবনার মধ্য দিয়ে । সত্যি বলতে কী, রবীন্দ্রনাথের কাজের পরিধির পরিক্রমা করা আমাদের এক জীবনের কাজ নয় ৷ কিন্তু এক সন্ধ্যায় আমরা ছুঁয়ে যেতে পারি তাঁর ভাবনার কিছু আঙ্গিক, তাঁর দর্শনের কিছু আভাস, তাঁর অর্জনের কিছু উত্তরাধিকার। আমরা, যারা এই সময়ে শিল্পের নানা শাখায় যুক্ত, তারা জড়ো হচ্ছি বাইশে শ্রাবণের মেঘের নীচে, একসঙ্গে ভিজব বলে । তাঁর গানে, তাঁর কবিতায়, তাঁর চিঠিপত্রে, তাঁর নাটকে আমরা অবিরত যাতায়াত করব এই একটি সন্ধ্যায় ।

বিস্তারিত...

 

Share this pen

Facebook Twitter LinkedIn